img

বিষয় সুশান্ত সিং রাজপুতের রহস্যময় মৃত্যু। আড়াই মাস ধরে এটিই মুম্বাইয়ের ‘টক অব দ্য টাউন’। তাপসী পান্নু এত দিন এ বিষয়ে চুপ করে ছিলেন। সবাই কথা বলছে, সবার আওয়াজ মিলে একটা হট্টগোল তৈরি করেছে, তাই কিছুই শোনা যাচ্ছে না। এমনটাই মত তাপসী পান্নুর। তবু আর চুপ করে থাকতে পারলেন না তাপসী।

টুইটারে তাপসীর শুরুটা ছিল এ রকম, ‘আমি সুশান্ত সিং রাজপুতকে ব্যক্তিগতভাবে চিনি না। ব্যক্তিগতভাবে চিনি না রিয়া চক্রবর্তীকেও। তারা উভয়েই আমার সহকর্মী। আমি নিজের নৈতিক জায়গা থেকে আর চুপ থাকতে পারলাম না। সামাজিক যোগাযোগমাধ্যমে যার অ্যাকাউন্ট আছে, সে–ই একজন “জজ” বনে গেছে। আর ইচ্ছেমতো নিজের রায় জানিয়ে দিচ্ছে। আপনারা বরং দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা রাখুন। যার কাজ তাকে করতে দিন।’

বরাবরই হ্যাশট্যাগ মি টু, নেপোটিজমসহ নানা ইস্যুতে সরব থাকেন তাপসী। সুশান্তকে নিয়ে শেয়ার করা ওই পোস্টে লেখা হয়েছে, ‘এ বিষয়ে কথা বলার আগে আমি অনেক ভেবেছি। ভেবে মনে হলো, একজন অভিনয়শিল্পীর মৃত্যুতে আরেক অভিনয়শিল্পীকে নিয়ে যা চলছে, তা নিয়ে যদি এখনো কথা না বলি, তাহলে অভিনয়শিল্পী হিসেবে নিজের কাছে দায়ী থেকে যাব। এখনো কিছুই প্রমাণিত নয়। অথচ একজন নারীকে রীতিমতো দানব বানিয়ে ছেড়েছে মিডিয়া। তার আর তার পরিবারের ওপর কী যাচ্ছে আমরা কল্পনাও করতে পারি না। আপনারা এসব নোংরামি বন্ধ করুন। আইনকে নিজের গতিতে কাজ করতে দিন। সত্যকে সততার সঙ্গে বেরিয়ে আসতে দিন।’

জিরোআওয়ার২৪/এমএ

এই বিভাগের আরও খবর